menu-iconlogo
huatong
huatong
avatar

Jadur Shohor

Chirkutthuatong
michaelvliethuatong
Liedtext
Aufnahmen
কবি হাসে, টাকা ভাসে

গঙ্গাবুড়ির শহরে

কবি হাসে, টাকা ভাসে

গঙ্গাবুড়ির শহরে

আসমান তুই কাঁদিস কেন

অট্টালিকার পাহাড়ে?

মিছে হাসি, মিছে কান্না

পথে পথের আড়ালে ও

গ্রিন সিগনাল, রেড ওয়াইন

দেয়ালে, দেয়ালে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর ঢাকারে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর আহারে

ও, হো হো হো

ও, হো হো হো

ও, হো হো হো

ও, হো হো

নিয়নের রাস্তায় স্বপ্নের ভোর হয়

মিছিলের নগরে অমৃত আশ্রয়

অলি থেকে গলিতে

গলি ছেড়ে রাজপথ

শহুরে চৌকাঠ বিবাগী জনমত

এ শহর, যাদুর শহর

প্রানের শহর ঢাকারে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর আহারে

জাদুকর হেঁটে যায় খুব উচ্ছন্নে

হুইসেল, পটাকা রামভোর হন্নে

ললনার ছলনা শহরের বুকে চির

রাস্তায় রাস্তায় ফুটপাত অস্থির

এ শহর, যাদুর শহর

প্রানের শহর ঢাকারে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর আহারে

কবি হাসে, টাকা ভাসে

গঙ্গাবুড়ির শহরে

কবি হাসে, টাকা ভাসে

গঙ্গাবুড়ির শহরে

আসমান তুই কাঁদিস কেন

অট্টালিকার পাহাড়ে?

মিছে হাসি, মিছে কান্না

পথে পথের আড়ালে ও

গ্রিন সিগনাল, রেড ওয়াইন

দেয়ালে, দেয়ালে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর ঢাকারে

এ শহর, যাদুর শহর

প্রানের শহর আহারে

ও, হো হো হো

ও, হো হো হো

ও, হো হো হো

ও, হো হো

Mehr von Chirkutt

Alle sehenlogo

Das könnte dir gefallen