menu-iconlogo
huatong
huatong
dipa-ki-jala-diya-gela-more-cover-image

Ki Jala Diya Gela More

Dipahuatong
momoday62huatong
Liedtext
Aufnahmen

শিল্পীঃ দীপা ম্যাজিক বাউলিনা

গীতিকারঃ অস্কর আলী, হৃদয় খান

Let's Sing.. With

RaiNy Sky

কি জ্বালা দিয়ে গেলা মোরে,

নয়নের কাজল পরানের বন্ধুরে,

না দেখিলে পরান পোড়ে,

কি দুঃখ দিয়ে গেলা মোরে,

নয়নের কাজল পরানের বন্ধুরে,

না দেখিলে পরান পোড়ে,

না দেখিলে পরান পোড়ে

RaiNy Sky

না রাখি মাটিতে, না রাখি পাটিতে,

না রাখি পালকের উপরে

RaiNy Jaan

না রাখি মাটিতে, না রাখি পাটিতে,

না রাখি পালকের উপরে

কলিজার ভিতরে রাখিব বন্ধুরে

কলিজার ভিতরে রাখিব বন্ধুরে,

ভিড়িয়ে রেশম ডোরে,

না দেখিলে পরান পোড়ে....

কি জ্বালা দিয়ে গেলা মোরে,

নয়নের কাজল পরানের বন্ধুরে,

না দেখিলে পরান পোড়ে,

RaiNy Heart

বন্ধু পরবাসী,পরের ঘরে আসি,

এত ঘুমে কেন ধরে.....

বন্ধু পরবাসী,পরের ঘরে আসি,

এত ঘুমে কেন ধরে....

কয়লা করে ধ্বনি,পোহাইল রজনী,

কয়লা করে ধ্বনি, পোহাইল রজনী,

না ডাকি ননদিনীর ডরে..

না দেখিলে পরান পোড়ে,

কি জ্বালা দিয়ে গেলা মোরে,

নয়নের কাজল পরানের বন্ধুরে,

না দেখিলে পরান পোড়ে....

না দেখিলে পরান পোড়ে....

না দেখিলে পরান পোড়ে....

RaiNy Sky

Thanks For Join!

Enjoy singing!

Mehr von Dipa

Alle sehenlogo

Das könnte dir gefallen