menu-iconlogo
huatong
huatong
dr-dazz-tomar-ghore-boshot-kore-cover-image

Tomar Ghore Boshot Kore

Dr. DazZhuatong
∘⋆❖✿◍𝐌🖤ᏬŇ◍✿❖⋆∘🇧🇩huatong
Liedtext
Aufnahmen
তোমার ঘরে বাস করে কারা (ও মন জানো না)

তোমার ঘরে বসত করে কয় জনা (মন জানো না)

এক জনে ছবি আঁকে এক মনে (ও মন)

আরেকজনে বসে বসে রঙ মাখে (ও মন)

আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা

একজনে সুর তোলে একতানে (ও মন)

আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন)

আবার বেসুরা সুর ধরে দেখ কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

রস খাইয়া হইয়া মাতাল

ওইদেখ হাতফস্কে যায় ঘোড়ার লাগাম

সেই লাগামখানা ধরে দেখ কোন জনা

Mehr von Dr. DazZ

Alle sehenlogo

Das könnte dir gefallen