menu-iconlogo
huatong
huatong
avatar

Shams's Collection- Neel Dhoa by Emon Chowdhury

Emon Chowdhuryhuatong
🎼🆂🅷🅰🅼🆂-🅷🅰🆀🆄🅴𝄞🔷вℓυεshuatong
Liedtext
Aufnahmen
গানঃ নীল ধোঁয়া (Nil Dhoa)

Composed by Emon Chowdhury

**************

নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায়

কার ছায়া ভেসে যায় এখনো

সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে

ভাবতে পারিনি তোমাকে।

জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়

প্রার্থনা খুজে যায় আলোকে

স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে

ভাবতে পারিনি তোমাকে

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে

স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যায় নীরবে

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে

তোমাকে ।। তোমাকে ।।

****************

হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে না ত আর

সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার ...ও ইয়ে

হারানো সে ক্ষণ গুলো জানি ফিরে আসে না ত আর

সাদাকালো আর নীলের মাঝে মিশে থাকে হাহাকার

সইতে পারেনা মেঘ তাই বৃষ্টি হয়ে ঝড়ে

মেঘেদের কান্নাতে নীলাকাশের পানে চেয়ে

আমি ভাবতে পারিনি তোমাকে

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে

স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যাই নীরবে ...।।

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে ।।

তোমাকে ।। তোমাকে ।।

নীল ধোঁয়া উড়ে যায়, সাদা দেয়ালের গায়

কার ছায়া ভেসে যায় আধারে

সাদা মেঘ উড়ে যায়, নীল আকাশের পানে চেয়ে

ভাবতে পারিনি তোমাকে।

জোছনা মিশে যায়, আঁধারের ইশারায়

প্রার্থনা খুজে যায় আলোকে

স্বপ্নেরা মুছে যায়, পরাজয়ের গান গেয়ে

ভাবতে পারিনি তোমাকে।।

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে,

স্মৃতির বুকে কান্না নিয়ে সপ্ন দেখে যাই নীরবে

সময় ছুটে চলে, আমি ভাবতে পারিনি তোমাকে

তোমাকে ।। তোমাকে ।।

তোমাকে । তোমাকে । তোমাকে

তোমাকে ।। তোমাকে ।।

তোমাকে ।। তোমাকে ।।

আমি ভাবতে পারিনি তোমাকে ।।

Mehr von Emon Chowdhury

Alle sehenlogo

Das könnte dir gefallen