menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধুরে তোর বুকের ভিতর

F A Sumonhuatong
reneebiehyhuatong
Liedtext
Aufnahmen
বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর রে

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

বুকের পাঁজর দিয়ে বুনা,

তুই যে আমার বাঁবুই সোনা,

টাকা দিয়ে যায়না কেনা

পিড়িতের বন্ধন,

বুকের পাঁজর দিয়ে বুনা,

তুই যে আমার বাঁবুই সোনা,

টাকা দিয়ে যায়না কেনা

পিড়িতের বন্ধন,

ও..মায়ার ডোরে মন বান্ধিয়া,

হইয়া গেছি তোররে

হইয়া গেছি তোর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

ভালোবাসা দিয়ে বায়না

গরেছি এই মনের আয়না

চোখে চোখে লেনাদেনা

করবো জনম ভর

ভালোবাসা দিয়ে বায়না

গরেছি এই মনের আয়না

চোখে চোখে লেনাদেনা

করবো জনম ভর

ও..মায়ার ডোরে মন বান্ধিয়া

হইয়া গেছি তোর রে

হইয়া গেছি তোর

সখের বসে বানায়াছি,

আমার... বসত বাড়ি ঘর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর রে

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর

সখের বসে বানায়াছি আমার...

বসত বাড়ি ঘর

Mehr von F A Sumon

Alle sehenlogo

Das könnte dir gefallen

বন্ধুরে তোর বুকের ভিতর von F A Sumon - Songtext & Covers