menu-iconlogo
huatong
huatong
avatar

E Kemon Valobasha

F. A. Sumonhuatong
beerbellieshuatong
Liedtext
Aufnahmen
যাবার যদি ছিল যাবার আগে

মুখ খুলে দুটি কথাও বললে না

যাবার যদি ছিল যাবার আগে

মুখ খুলে দুটি কথাও বললে না

একটিবার, ওগো, একটিবার

চোখের পাতাটাও খুললে না, খুললে না

যাবার যদি ছিল যাবার আগে

মুখ খুলে দুটি কথাও বললে না

কতবার বুকে টেনে নিয়েছি

তোমারে কানে কানে ডেকেছি

কতবার বুকে টেনে নিয়েছি

তোমারে কানে কানে ডেকেছি

জাগো জাগো, দুটি আঁখি খোলো

জাগো জাগো, দুটি আঁখি খোলো

একটিবারও তুমি শুনলে না, শুনলে না

যাবার যদি ছিল যাবার আগে

মুখ খুলে দুটি কথাও বললে না

এ কেমন ভালোবাসা ছিল গো

সাথি মোর হাত ছেড়ে যাবে গো

এ কেমন ভালোবাসা ছিল গো

সাথি মোর হাত ছেড়ে যাবে গো

কথা দিয়ে কেন চিরদিনের

কথা দিয়ে কেন চিরদিনের

এইটুকু কথা তুমি রাখলে না, রাখলে না?

যাবার যদি ছিল যাবার আগে

মুখ খুলে দুটি কথাও বললে না

Mehr von F. A. Sumon

Alle sehenlogo

Das könnte dir gefallen