menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-rat-onek-holo-cover-image

Rat Onek Holo

Ferdous Arahuatong
stevegraetz1979huatong
Liedtext
Aufnahmen
ছেলেঃ রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়

কলঙ্ক লাগবে যে তোমার'ই গায়

মেয়েঃ বলো না ফিরে যেতে বলো না

আমি যাব না

কেউ যদি দেখে ফেলে দেখুক আমায়

কলঙ্ক পিরীতের শোভা যে বাড়ায়

ছেলেঃ আমি তো সব টুকু দিয়েছি তোমায়

আর কি দেবার আছে বলো না আমায়

মেয়েঃ এত জল নদীতে তবু তৃষা পায়

আরো কিছু পেতে মন শুধু চায়

ছেলেঃ‌ কেন বোঝনা..কেন মানো না

চুঁন বেশি খেলে পরে মুখ পুড়ে যায়

কলঙ্ক লাগবে যে তোমার'ই গায়

রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

ছেলেঃ একে তো তোমার প্রেমে হয়ে গেছি খুন

আঁধারে জ্বেলনা নেশার আগুন

মেয়েঃ প্রেম আগুনে পুড়ে পুড়ে খাঁটি হতে হয়

প্রেমিক করেনা কভু মরণেও ভয়

ছেলেঃ ওগো দেখনা..চেয়ে দেখনা

মেঘের আড়ালে ঐ চাঁদ ডুবে যায়

কলঙ্ক লাগবে যে তোমার'ই গায়

রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়

কলঙ্ক লাগবে যে তোমার'ই গায়

মেয়েঃ বলো না ফিরে যেতে বলো না

আমি যাব না

কেউ যদি দেখে ফেলে দেখুক আমায়

কলঙ্ক পিরীতের শোভা যে বাড়ায়

ছেলেঃ রাত অনেক হলো ফিরে যাও

এবার ফিরে যাও

Mehr von Ferdous Ara

Alle sehenlogo

Das könnte dir gefallen