menu-iconlogo
logo

Mamoniya

logo
avatar
Ferdous Wahidlogo
Badal♫🅁🄱🄵🦋logo
In App singen
Liedtext
হে..মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

বিড়ালের ছানা

গারে গান গানা

নারে নারে তারে না

জারী, সারী ভাটিয়ালী

যা খুশি যা নেচে গা...

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া।

Badal-RBF

হে..তালে তালে সকলে নাচে

বাবুই দোলে তালেরই গাছে

টোনা টুনি নাচে তালে তালে নাচে

আমি তো হায় নাচ জানি না

Badal-RBF

হে..তালে তালে সকলে নাচে

বাবুই দোলে তালেরই গাছে

টোনা টুনি নাচে তালে তালে নাচে

আমি যে হায় নাচ জানি না

জারী, সারী ভাটিয়ালী

যা খুশি যা নাচে গা..

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া।

Badal-RBF

হে..ইঁদুর বলে ও বেড়াল ভাই

তুমি গান গাও আমি যে পালাই

চুপি চুপি চেয়ে বিড়াল গেল ধেয়ে

ইঁদুর হায় পালিয়ে বেড়ায়..হা..

Badal-RBF

হে..ইঁদুর বলে ও বেড়াল ভাই

তুমি গান গাও আমি যে পালাই

চুপি চুপি চেয়ে বিড়াল গেল ধেয়ে

ইঁদুর হায় পালিয়ে বেড়ায়।

Badal-RBF

ইঁদুর বলে ও বেড়াল ভাই

তুমি গান গাও আমি যে পালাই

চুপি চুপি চেয়ে বিড়াল গেল ধেয়ে

ইঁদুর হায় পালিয়ে বেড়ায়

জারী, সারী ভাটিয়ালী

যা খুশি যা নেচে গা

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া, মামুনিয়া

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা

মামুনি--

Thanks

Badal-RBF

Mamoniya von Ferdous Wahid - Songtext & Covers