menu-iconlogo
huatong
huatong
avatar

Haajar Bichhana

Fossilshuatong
sainblas77huatong
Liedtext
Aufnahmen
এক হাত থেকে অন্য হাতে

শুধু বদলাও হাজার বিছানায়

কীসের সান্তনা

খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত

ঠোঁটে হাসি রেখেছ এঁকে

হারিয়েছ কি নিরুদ্দেশের

ঠিকানাটাও

এক হাত থেকে অন্য হাতে

শুধু বদলাও হাজার বিছানায়

কীসের সান্তনা

খুঁজে বেড়াও

কোন লজ্জায় বহু ব্যবহৃত

ঠোঁটে হাসি রেখেছ এঁকে

হারিয়েছ কি নিরুদ্দেশের

ঠিকানাটাও

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়

তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়

এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়

অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও

একদিন শেষ হয়ে যাবে সব

শেষ হবে লোক ঠকানোর উৎসব

যা তুমি ভাবছো আজ অসম্ভব

কাল হবে

সেই ফেলে আসা ফিরে আসার পথ

আর ছুড়ে ফেলা কোনও শপথ

অনুশোচনার আঁচে জেগে রাত

সকাল হবে

রঙ পালটে নেবে গিরগিটি

বিপ্লব শুধু ভ্যানিটি

পাইকারি এই কারবারে

বারেবারে

দাঁড়িয়ে আছে জিপসি ক্যারাভ্যান

যাব as soon as I can

বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে

রাত বাড়ে

তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়

তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়

এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়

অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে সব)

একদিন শেষ হয়ে যাবে সব (একদিন শেষ হয়ে যাবে)

Mehr von Fossils

Alle sehenlogo

Das könnte dir gefallen

Haajar Bichhana von Fossils - Songtext & Covers