menu-iconlogo
huatong
huatong
avatar

khnoro amar fossil

Fossilshuatong
mike-dd95huatong
Liedtext
Aufnahmen
ভেসে যাচ্ছি এবং

ভিজে যাচ্ছি আবার

এক অপূর্ব অসম্ভবে

শোনো তুমি কি আমার হবে

বলো তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

আজও তুমি কি আমার

তীরে এসো সাহসিনী

অথবা ডুবে যাও

এই আবেগের মহোৎসবে

শোনো তুমি কি আমার হবে

বলো তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

আজও তুমি কি আমার

তীরে এসো সাহসিনী

অথবা ডুবে যাও

এই আবেগের মহোৎসবে

শোনো তুমি কি আমার হবে

বলো তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

আজও তুমি কি আমার

মাঝে মাঝে দেখি তোকে

অতীতে ফিরি পলকে

আর নতুন কোনও স্তবকে

বন্দি হয় সে অনুভব

অন্ধ হয়ে যেতাম যদি

কল্পনার নিজস্ব নদী

অন্ধকার সমুদ্রে মিশে

জানাতো ফেরাটা অসম্ভব

খোঁড়ো আমার ফসিল

অনুভূতির মিছিল

প্রতিক্রিয়াশীল কোনও বিপ্লবে

শোনো তুমি কি আমার হবে

বলো তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

আজও তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

বলো তুমি কি আমার

শোনো তুমি কি আমার হবে

তুমি কি আমার

যদি এ হৃদয় ছুঁতে, সান্নিধ্যের বিদ্যুতে

একবার যদি হতে, বাঁচার শেষ সম্ভাবনা

হাতছানি দিচ্ছে যে, অপমৃত্যুর ইচ্ছে যে

তোর নিষ্ঠুর দৃষ্টিতে,

কখনও কি আশ্বাস পাব না?

তুই শেষ স্পন্দন আমার, মৃত্যুর শমন আমার

মৃত্যুর কারণ আমার, রহস্যের সমাধান

ক্ষতবিক্ষত শিরাতে, তুই অন্তঃপীড়াতে,

প্রেমে আর প্রত্যাখানে

আজও তোর অনুসন্ধান

Mehr von Fossils

Alle sehenlogo

Das könnte dir gefallen