menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-debor-vabi-cover-image

debor vabi

Gamcha Polashhuatong
BD࿐NihAs࿐ᴷᶦᶰᵍ᭄huatong
Liedtext
Aufnahmen
দেবর ভাবি গান

গামছা পলাশ

কেউ কপি করবেন না

প্রথম অংশ মেয়ে ?

দ্বিতীয় অংশ ছেলে?

?তোমার ভাই বিদেশে চাকরি করে

আমি একা ঘরে মরি গো ডরে,,,

দোহাই দেওরা আমায় একটা

সখি আইনা দেও না

কারে বলবো দুঃখের কথা গো

দেওয়ারা আমার কথাশোনে না

কারে বলবো দুঃখের কথা গো

দেওয়ারা আমার কথা শোনে না

? কইসিলাম ভাবি তোমার কাছে

আমার একখান লাইন আছে

আমার কথা তুমি গো ভাবি

পাত্তা তাইতো দিলানা

এখন থাকো একলা ঘরে গো

ভাবি তোমার কথা আমি শুনবো না,,

এখন থাকো একলা ঘরে গো

ভাবি তোমার কথা আমি শুনবো না

? বাপ ও মায় বিয়া দিয়া তোমার

ভাইয়ের ঘরে থুইয়া রয়‌ইছে দূরের গায়

মাসে মাসে খবর আসে তোমার ভাই গো আইব দেশে কোন খবর নাই

? তাইলে ভাইজান আইলে কইও গো ভাবী আমার বিয়ার পরো য়ানা

নইলে থাকবা একলা ঘরে

গো আমার কানের কাছে

জ্ঞান জ্ঞান করবানা,,

? দেওড়া হইয়া গেছে

পাগলু গো কথা কইবার

আগেওজন করেনা,,

? আমার এই কথা খান

সোনো ভাবী মাইনা নাও

আমার দাবি ভাইরে

বুঝাই কও সুইটির লগে

আমার লাইন গটক

পাঠাও মাইনা আইন

যদি ভালো চাও

?আমি যাইমু দেওরা সুইটি

বাড়ি লইয়া বিয়ের

ফাক্ষা বায়না কমু সুইটি

কাছে যাইয়া গো দেওরা

তোমার প্রেমে দেওয়ানা

? ভাবি কি কমু আর

কথা গো তোমায় কিনা

দিমু হীরার হার গয়না

?তোমার ভাই বিদেশে

চাকরি করে আমি একা

ঘরে মরি গো ডরে,,,

দোহাই দেওরা আমায়

একটা সখি আইনা দেও না

কারে বলবো দুঃখের

কথা গো দেওয়ারা আমার

কথা শোনে না কারে বলবো

দুঃখের কথা গো দেওয়ারা

আমার কথা শোনে না

? কইসিলাম ভাবি তোমার

কাছে আমার একখান

লাইন আছে আমার কথা

তুমি গো ভাবি

পাত্তা তাইতো দিলানা

এখন থাকো একলা ঘরে

গো ভাবি তোমার কথা

আমি শুনবো না

? দেওড়া হইয়া গেছে

পাগলু গো কথা কইবার

আগে ওজন করেনা,,

?নইলে থাকবা একলা ঘরে

গো আমার কানের কাছে

জ্ঞান জ্ঞান করবানা,,

?কমু সুইটি

কাছে যাইয়া গো দেওরা

তোমার প্রেমে দেওয়ানা

? ভাবি কি কমু আর

কথা গো তোমায় কিনা

দিমু হীরার হার গয়না

? কারে বলবো দুঃখের কথা গো

দেওরা আমার কথা শোনে না

ধন্যবাদ

Mehr von Gamcha Polash

Alle sehenlogo

Das könnte dir gefallen