menu-iconlogo
huatong
huatong
avatar

Tamak pata gogon sakib

Gogon Sakibhuatong
TAREQUL🌱huatong
Liedtext
Aufnahmen
তুই ভাল না রে তুই ভাল না,

আশা দিয়া কেন রে  তুই করলি ছলনা..

কত স্বপ্ন দেখাইছিলি

সবই তো কাইরা নিলি,

কেন রে তোর মনের মত হইতে পারলাম না,..

আমিও তো ঘুমাই যাবো

আখিরাতে তোরেই চাবো,

সেই দিন আমায় ফিরাই. তুই দিস না....

কত স্বপ্ন দেখাইছিলি

সবই তো কাইরা নিলি

কেন রে তোর মনের মত

হইতে পারলাম না।

ও মাইয়া,

তুই ভাল না রে, তুই ভাল না,

আশা দিয়া কেন রে তুই করলি ছলনা

ও মাইয়া, তুই ভাল না রে, তুই ভাল না

আশা দিয়া কেন রে তুই করলি ছলনা।

subscribe TAREQUL Music

নিকোটিনে পুড়ছে এ বুক

একটু খুইজা পাইতে রে সুখ,

ধোঁয়া ছাড়া আপন আজ কেউ না...

হাইরে.. রোজ রাইতে তামাক পাতা

ঝিমে লাটিম হয়রে মাথা

নষ্ট কইরা কলিজা...

নিকোটিনে পুড়ছে এ বুক

একটু খুইজা পাইতে রে সুখ,

ধোঁয়া ছাড়া আপন আজ কেউ না,

হাইরে.. রোজ রাইতে তামাক পাতা

ঝিমে লাটিম হয়রে মাথা

নষ্ট কইরা কলিজা...

ও মাইয়া,

তুই ভাল না রে, তুই ভাল না

আশা দিয়া কেন রে তুই করলি ছলনা

ও মাইয়া

তুই ভাল না রে, তুই ভাল না

আশা দিয়া কেন রে তুই করলি ছলনা

ওরে, আশা দিয়া কেন রে তুই

করলি ছলনা

হইরে আশা দিয়া কেন রে

তুই করলি ছলনা।

Mehr von Gogon Sakib

Alle sehenlogo

Das könnte dir gefallen

Tamak pata gogon sakib von Gogon Sakib - Songtext & Covers