বিনা জরুরতে কেউ আর,
বিনা প্রয়োজনে কেউ আর
কেউরে..মনে রাখে না 'তাই,
এই দেশে আর কোকিল ডাকে না,
-----আপলোড বাই-----
-- ফোক সিঙ্গার (রইছ)
------(কেয়া)------
--আড্ডা মহল ফ্যামিলি--
বিনা জরুরতে কেউ আর,
বিনা প্রয়োজনে কেউ আর
কেউরে..মনে রাখে না 'তাই,
এই দেশে আর কোকিল ডাকে না,
তাই,এই দেশে আর কোকিল ডাকে না..,
বিনা প্রয়োজনে কেউ আর,
বিনা প্রয়োজনে কেউ আর
কেউরে মনে রাখে না তাই,
এই দেশে আর কোকিল ডাকে না,
তাই,এই দেশে আর কোকিল ডাকে না..,
-----আপলোড বাই-----
-- ফোক সিঙ্গার (রইছ)
------(কেয়া)------
--আড্ডা মহল ফ্যামিলি--
জাতীয় পাখি দুয়েলের,
প্রজাতি প্রায় শেষ,
ইষ্টি পাখির হীনতাই কাক ধরছে রাজার বেশ,
ধরছে রাজার বেশ গো কাওয়াই
ধরছে রাজার বেশ,
জাতীয় পাখি দুয়েলের,
প্রজাতীয় প্রায় শেষ,
ইষ্টি পাখির হীনতাই কাক ধরছে রাজার বেশ,
কাওয়াই,ধরছে রাজার বেশ,
শকুনে ছাড়ে সেই দেশ,
শকুনে ছাড়ে সে দেশ যে
যে দেশে বিচার থাকে না 'তাই,
এই দেশে আর কোকিল ডাকে না,
তাই, এই দেশে আর কোকিল ডাকে না..,
-----আপলোড বাই-----
-- ফোক সিঙ্গার (রইছ)
------(কেয়া)------
--আড্ডা মহল ফ্যামিলি--
কুলি আই রাই ডকতো যদি নিমু নিমু কইয়া,
এক ফুতের মায় ঘুমাই তো তার
পুত্র বুকে লইয়া,
ও তার পুত্র বুকে লইয়া,
কুলি আই রাই ডকতো যদি নিমু নিমু কইয়া,
এক ফুতের মায় ঘুমাই তো তার
পুত্র বুকে লইয়া,
ও তার পুত্র বুকে লইয়া,
ফুরা গেছে বিলীন হইয়া,
ফুরা গেছে বিলীন হইয়া এই চিত্র কেউ আঁকেনা তাই
এই দেশে আর,কোকিল ডাকে না
তাই,এই দেশে আর কোকিল ডাকে না..,
-----আপলোড বাই-----
-- ফোক সিঙ্গার (রইছ)
------(কেয়া)------
--আড্ডা মহল ফ্যামিলি--
মন ভোলা পাগল হাসান গাছ গাছালির কাঙ্গাল,
চড়ুই পাখি তো খুলে নাই সনের ঘরের চাল
ও ভাই সনের ঘরের চাল
মন ভোলা পাগল হাসান গাছ গাছালির কাঙ্গাল,
চড়ুই পাখি তো খুলে নাই মাটির ঘরের চাল
ভাইরে সনের ঘরের চাল
কাঁঠাল পাখির ডাকে আজকাল,
কাকের পাখি ডাকে আজকাল
গাছের কাঁঠাল পাকেনা 'তাই,
এদেশে আর কোকিল ডাকে না,
তাই,এই দেশে আর কোকিল ডাকে না..,
বিনা জরুরতে কেউ আর,
বিনা প্রয়োজনে কেউ আর
কেউরে মনে রাখে না 'তাই,
এই দেশে আর কোকিল ডাকে না,
তাই,এই দেশে আর কোকিল ডাকে না,
তাই,এই দেশে আর কোকিল ডাকে না,
না না না না না,
এই দেশে আর কোকিল ডাকে না..,
--ধন্যবাদ সবাইকে--