ছাড়িয়া যাইওনা বন্ধু রে...বন্ধু
না যাইও ছাড়ি..য়া,
ছাড়িয়া যাইওনা 'বন্ধু রে...বন্ধু
না যাইও ছাড়ি..য়া,
'তুমি থাইকা পাশে বন্ধু আমার,
শীতল কর হিয়া....,
'ও তুমি থাইকা পাশে বন্ধু আমার,
শীতল কর হিয়া...,
ও বন্ধু না যাইও ছাড়ি..য়া,
বন্ধু যাইওনা ছাড়ি..য়া,
ছাড়িয়া যাইওনা 'বন্ধু রে..বন্ধু,
না যাইও ছাড়ি..য়া,
আমার বলতে নাই কিছু আ..র
বন্ধু রে তুই ছাড়া,
'তুই বিহনে এই ভুবনে বাঁইচা থাকতে..মরা..,
-----কেয়া-----
আমার বলতে নাই কিছু আ..র
বন্ধু রে তুই ছাড়া,
'তুই বিহনে এই ভুবনে বাঁইচা থাকতে..মরা,
'আধেক তুমি আধেক আমি
ভুবনও জুড়ি..য়া,
বন্ধু না যাইও ছাড়ি..য়া,
ছাড়িয়া যাইওনা বন্ধু রে..বন্ধু
না যাইও ছাড়িয়া
নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি..আছো সবর্দাই,
আর কিছু না লয়না মনে
শুধুই তোরে..চা..য়,
-----রইছ-----
নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি..আছো সর্বদাই,
আর কিছু না লয়না মনে
শুধুই তোরে..চায়,
'একটু সদয় হইস রে বন্ধু
থাকিস না লুকাইয়া...,
বন্ধু না যাইও ছাড়ি..য়া,
ছাড়িয়া যাইওনা 'বন্ধু রে..বন্ধু
না যাইও ছাড়ি..য়া,
বন্ধু না যাইও ছাড়ি..য়া,
বন্ধু যাইওনা ছাড়ি..য়া,
ও বন্ধু না যাইও ছাড়ি..য়া,