বাপের বাড়ি।
গুরু জেমস।
অ্যালবাম:- ভালোবাসতে মন লাগে।
বাপের বাড়ি আইলো সখী হাসিতে হাসিতে,
আমারে দেখিয়া সখী লাগিল কাঁদিতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
শেষ দেখা দেখেছিলাম সখীরি বিয়েতে,
বাপের বাড়ি আইলো সখী হাসিতে হাসিতে,
আমারে দেখিয়া সখী লাগিল কাঁদিতে,
বৈশাখেতে হবে ঝড় আষাঢ়েতে পানি,
আমার জীবন লইয়া শখী করে টানাটানী,
বৈশাখেতে হবে ঝড় আষাঢ়েতে পানি,
আমার জীবন লইয়া শখী করে টানাটানী,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
শেষ দেখা দেখেছিলাম সখীরি বিয়েতে,
বাপের বাড়ি আইলো সখী হাসিতে হাসিতে,
আমারে দেখিয়া সখী লাগিল কাঁদিতে,
আষাঢ় শ্রাবণ গেল চলে জলেতে ভাষিয়া,
আমারে কান্দাইল শখী কেন যে আসিয়া,
আষাঢ় শ্রাবণ গেল চলে জলেতে ভাষিয়া,
আমারে কান্দাইল শখী কেন যে আসিয়া,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
শেষ দেখা দেখেছিলাম সখীরি বিয়েতে,
বাপের বাড়ি আইলো সখী হাসিতে হাসিতে,
আমারে দেখিয়া সখী লাগিল কাঁদিতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
কত দিন পরে দেখা হল দুজনাতে,
শেষ দেখা দেখেছিলাম সখীরি বিয়েতে,
বাপের বাড়ি আইলো সখী হাসিতে হাসিতে,
আমারে দেখিয়া সখী লাগিল কাঁদিতে,