menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো

Habib Wahidhuatong
nice_mari2003huatong
Liedtext
Aufnahmen
তোমাকে ছেঁড়ে আমি,কি নিয়ে থাকবো

মনটাকে সরিয়ে,কোন খানে রাখবো

তোমাকে ছেঁড়ে আমি,কি নিয়ে থাকবো

মনটাকে সরিয়ে,কোন খানে রাখবো

মন মানে না...

মন মানে না,

ও মন মানে না

মন মানে না...

যে খানেই চোখ মেলি,যে দিকেই তাকাই

সব খানে তোমাকেই খুঁজে,আমি পাই

যে খানেই চোখ মেলি,যে দিকেই তাকাই

সব খানে তোমাকেই খুঁজে,আমি পাই

তোমাকে ছেরে আমি,কি নিয়ে থাকবো

মনটাকে সরিয়ে,কোন খানে রাখবো

মন মানে না...

মন মানে না,

ও মন মানে না

মন মানে না...

BONNI SINGER

একা একা থেকে আমি,বুঝেছি এখন

তুমি নেই যে জীবনে,সে হলো মরন

একা একা থেকে আমি,বুঝেছি এখন

তুমি নেই যে জীবনে,সে হলো মরন

তোমাকে ছেঁড়ে আমি,কি নিয়ে থাকবো

মনটাকে সরিয়ে,কোন খানে রাখবো

মন মানে না...

মন মানে না,

ও মন মানে না

মন মানে না...

তোমাকে ছেঁড়ে আমি,কি নিয়ে থাকবো

মনটাকে সরিয়ে,কোন খানে রাখবো

মন মানে না...

মন মানে না,

ও মন মানে না

মন মানে না,

ও মন মানে না

মন মানে না

মন মানে না,মন মানে না

Mehr von Habib Wahid

Alle sehenlogo

Das könnte dir gefallen