menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Gorur Garite 2.0

Hasan S Iqbal/Dristy Anamhuatong
richbajan2007huatong
Liedtext
Aufnahmen
কেন বলোনা তুমি আমায় বুঝনা

আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না

কেন বলোনা তুমি আমায় বুঝনা

আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না

তোমায় ঘর বাড়ি আমার,লিখে দিবো বুজে এই

তোমায় নিয়ে যাবো হাই পৃথিবী কে জানিয়ে

আমার গরুর গাড়ীতে বৌ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনদিনও বিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

কেন বুঝনা তুমি আমার ইশারা

আমি দেবনা এই মন,কাউকে তুমি ছাড়া

কেন বুঝনা তুমি আমার ইশারা

আমি দেবনা এই মন,কাউকে তুমি ছাড়া

তোমায় ঘর বাড়ি আমার,লিখে দিবো বুজে এই

তোমায় নিয়ে যাবো হাই পৃথিবী কে জানিয়ে

আমার গরুর গাড়ীতে বৌ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনদিনও বিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আমার গরুর গাড়ীতে বৌ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

Mehr von Hasan S Iqbal/Dristy Anam

Alle sehenlogo

Das könnte dir gefallen