menu-iconlogo
logo

Sei Mayeti

logo
avatar
Hasanlogo
preatyken-ygirllogo
In App singen
Liedtext
সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা,

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা,

যার মেঘ কালো চুল ও ও,

হরিণীর চোখ ও ও,

কন্ঠটি গানের বিনা...

হো... হো... হো...

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানি না,

তার হাঁসি যেন....শিশিরের কণা,

তার দৃষ্টি যেন....মায়াবী ছলনা,

তার হাঁসি যেন....শিশিরের কণা,

তার দৃষ্টি যেন....মায়াবী ছলনা,

তাকে না দেখে ও মনে হয়,

সে আমার অনেক দিনের চেনা....

হো... হো... হো...

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা,

তার চরণ যেন....নুপুরের দোলা,

তার হৃদয় যেন.... বাতায়ন খোলা,

তার চরণ যেন....নুপুরের দোলা,

তার হৃদয় যেন....বাতায়ন খোলা,

তাকে না পেয়েও মনে হয়,

সে আমার ভালবাসা দিয়ে কেনা...

হো... হো... হো...

সেই মেয়েটি...

আমাকে ভালবাসে কিনা আমি জানিনা,

যার মেঘ কালো চুল ও ও,

হরিণীর চোখ ও ও,

কন্ঠটি গানের বিনা,

হো... হো... হো...

ধন্যবাদ সবাইকে

Sei Mayeti von Hasan - Songtext & Covers