menu-iconlogo
huatong
huatong
avatar

Loke Bole Bole Re Ghor Bari

Hason Rajahuatong
jakubekorhuatong
Liedtext
Aufnahmen

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

কি ঘর বানাইমু আমি

কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাজার

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ভালা কইরা ঘর বানাইয়া

কয়দিন থাকমু আর

আয়না দিয়া চাইয়া দেখি

আয়না দিয়া চাইয়া দেখি

পাকনা চুল আমার

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

এ ভাবিয়া হাসন রাজা

ঘর দুয়ার না বান্ধে

কোথায় নিয়া রাখব আল্লায়

কোথায় নিয়া রাখব আল্লায়

তাই ভাবিয়া কান্দে

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

জানত যদি হাসন রাজা

বাঁচব কতদিন

বানাইত দালান কোঠা

বানাইত দালান কোঠা

করিয়া রঙিন

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

কি ঘর বানাইমু আমি

কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাজার

লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ও লোকে বলে ও বলেরে

ঘরবাড়ি ভালা নাই আমার

ঘরবাড়ি ভালা নাই আমার

ঘরবাড়ি ভালা নাই আমার

Mehr von Hason Raja

Alle sehenlogo

Das könnte dir gefallen

Loke Bole Bole Re Ghor Bari von Hason Raja - Songtext & Covers