Follow me
কি জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
কি দুঃখ দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
Follow me
না রাখি মাটিতে না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপর
না রাখি মাটিতে না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপর
সিঁথির সিঁধুরে রাখিবো বন্ধুরে
সিঁথির সিঁধুরে রাখিবো বন্ধুরে
ভিড়িয়ে রেশম ডোরে
ভিড়িয়ে রেশম ডোরে
কি জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
Follow me
বন্ধু পরবাসি পরের ঘরে আসি
এতো ঘুমে কেনো ধরে
ও বন্ধু পরবাসি পরের ঘরে আসি
এতো ঘুমে কেনো ধরে
কয়লা করে ধ্বনি পোহাইল রজনী
কয়লা করে ধ্বনি পোহাইল রজনী
না ডাকি ননদীনির ডোরে ...
না ডাকি ননদীনির ডোরে ...
কি জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
না দেখিলে পরান পোড়ে
END