menu-iconlogo
huatong
huatong
avatar

দেশের গান Desher Gan Mix Group Song 6in1

Hussainhuatong
prettyvcnthuatong
Liedtext
Aufnahmen
FOLLOW BY HUSSAIN

SONG DESHER GAN

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার আকাশ

তোমার বাতাস

আমার প্রাণে...

ওমা আমার প্রাণে বাজায় বাঁশি

সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি

FOLLOW BY HUSSAIN

সব কটা জানালা খুলে দাও না

আমি গাইব গাইব বিজয়েরই গান

ওরা আসবে চুপি চুপি

যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ

সব কটা জানালা খুলে দাও না

FOLLOW BY HUSSAIN

ধন ধান্য পুষ্প ভরা

আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক

সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ

স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে

পাবে নাকো তুমি

ও সে সকল দেশের রাণী সে যে

আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি

FOLLOW BY HUSSAIN

এই পদ্মা এই মেঘনা

এই যমুনা সুরমা নদী তটে

এই পদ্মা এই মেঘনা

এই যমুনা সুরমা নদী তটে

আমার রাখাল মন গান গেয়ে যায়

আমার রাখাল মন গান গেয়ে যায়

এই আমার দেশ এই আমার প্রেম

আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে

কতো আনন্দ বেদনায়

মিলন বিরহ সংকটে

এই পদ্মা এই মেঘনা

এই যমুনা সুরমা নদী তটে

FOLLOW BY HUSSAIN

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার..

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

FOLLOW BY HUSSAIN

তুমার স্বাধীনতা

গৌরব সৌরভে

এনেছে আমার প্রাণের সূর্যে

রৌদ্রেরও সজীবতা

তুমার স্বাধীনতা

গৌরব সৌরভে

এনেছে আমার প্রাণের সূর্যে

রৌদ্রেরও সজীবতা

দিয়েছে সোনালী সুখী জীবনের

দৃপ্ত অঙ্গীকার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

একটি বাংলাদেশ

তুমি জাগ্রত জনতার

সারা বিশ্বের বিস্ময়

তুমি আমার অহংকার

FOLLOW BY HUSSAIN

জন্ম আমার ধন্য হলো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

জন্ম আমার ধন্য হলো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি

মরতে পারি তোমার বুকে

মরতে পারি তোমার বুকে

বুকেই যদি রাখো আমায়

বুকেই যদি রাখো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

THANK YOU

Mehr von Hussain

Alle sehenlogo

Das könnte dir gefallen