menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoy Jurey Lyrics |

Imran/Bristyhuatong
phillip_woodardhuatong
Liedtext
Aufnahmen
Hridoy Jurey Imran Bristy

Song Credits:

Song : Hridoy Jurey (Title Track)

Singer : Imran Bristy

Music : Imran Mahmudul

Lyricist : Robiul Islam Jibon

M এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

F এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

M দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি

তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,

এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।

F এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

Upoaded By

Love you Imran

M তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে

চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।

Na Na Na

Na Na Na

F Ho.. তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে

চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।

M দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি

তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,

এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

F এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

F যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা

প্রিয় প্রিয় গল্পে আমার,

কেউ নেই তুমি ছাড়া।

M Na Na Na

Na Na na

F Ho.. যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা

প্রিয় প্রিয় গল্পে আমার,

কেউ নেই তুমি ছাড়া।

M দিনের সুচনা তুমি রাতের জোছনা তুমি

তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,

এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

F এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা

তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

Thank you

Mehr von Imran/Bristy

Alle sehenlogo

Das könnte dir gefallen

Hridoy Jurey Lyrics | von Imran/Bristy - Songtext & Covers