menu-iconlogo
huatong
huatong
avatar

ও মন চলো দূরে O Mon Cholo Dure

Imran Mahmudul _ Konahuatong
Danger-zonehuatong
Liedtext
Aufnahmen
গানঃ ও মন চলো দূরে

শিল্পীঃ ইমরান মাহমুদুল & কণা

মিউজিক আপলোডঃ AR.Rumi+Imu

Uploaded by ༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ] চলছি কোথায়-- কেউ জানিনা।

চলছি কোথায়-- কেউ জানিনা।

বলছি কথা মন বুঝিনা।

ইচ্ছেরা সব থাকে অবহেলায়।

ভুল গুলো সব, বেহিসেবী খাতায়--।

ও মন চলো দূরে।

দূরে কোথাও হারাই।

ও মন চলো বাঁচি।

ভালোবাসার ইশারায়---।

ও মন চলো দূরে।

দূরে কোথাও হারাই।

ও মন চলো বাঁচি।

ভালোবাসার ইশারায়---।

༺?AR.Rumi+Imu?༻

মেয়েঃ] খাম-খেয়ালি মাতাল হাওয়া।

স্বপ্ন করছে ধাওয়া চোখে তোমার।

পাতি অভিমান।

থাক না যেমন গোপন ব্যথা।

চোখের পাতায় কতো কথা

প্রজাপতি, হয়ে উড়ে যাই।

ইচ্ছেরা সব থাকে অবহেলায়।

ভুল গুলো সব, বেহিসেবী খাতায়।

দুজনেঃ] ও মন চলো দূরে।

দূরে কোথাও হারাই।

ও মন চলো বাঁচি।

ভালোবাসার ইশারায়---।

ও মন চলো দূরে

দূরে কোথাও হারাই---।

ও মন চলো বাঁচি।

ভালোবাসার ইশারায়।

༺?AR.Rumi+Imu?༻

Mehr von Imran Mahmudul _ Kona

Alle sehenlogo

Das könnte dir gefallen

ও মন চলো দূরে O Mon Cholo Dure von Imran Mahmudul _ Kona - Songtext & Covers