menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Bhoy Korbo Na

Indranil Senhuatong
nbutterfly26huatong
Liedtext
Aufnahmen
আমি ভয় করব না, ভয় করব না

আমি ভয় করব না, ভয় করব না

দু বেলা মরার আগে মরব না ভাই, মরব না

আমি ভয় করব না, ভয় করব না

তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে

তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে

তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না

দু বেলা মরার আগে মরব না ভাই, মরব না

আমি ভয় করব না, ভয় করব না

শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে

শক্ত যা তাই সাধতে হবে, মাথা তুলে রইব ভবে

সহজ পথে চলব ভেবে পড়ব না, পাঁকের 'পরে পড়ব না

দু বেলা মরার আগে মরব না ভাই, মরব না

আমি ভয় করব না, ভয় করব না

ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে

ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে

বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না

দু বেলা মরার আগে মরব না ভাই, মরব না

আমি ভয় করব না, ভয় করব না

আমি ভয় করব না, ভয় করব না

দু বেলা মরার আগে মরব না ভাই, মরব না

আমি ভয় করব না, ভয় করব না

Mehr von Indranil Sen

Alle sehenlogo

Das könnte dir gefallen

Ami Bhoy Korbo Na von Indranil Sen - Songtext & Covers