menu-iconlogo
huatong
huatong
irene-sarkar-jodi-tare-nai-chini-go-cover-image

Jodi Tare Nai Chini Go

Irene Sarkarhuatong
natedowg24huatong
Liedtext
Aufnahmen
যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে?

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমার কুঁড়ির কানে

কবে?...

সে কি আমার কুঁড়ির কানে

কবে কথা গানে গানে?

পরাণ তাহার নেবে কিনে

এই নব ফাল্গুনের দিনে?

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আপন রঙে ফুল

রাঙাবে?...

সে কি মর্মে এসে ঘুম

ভাঙাবে?...

আপন রঙে ফুল রাঙাবে

সে কি মর্মে এসে ঘুম

ভাঙাবে?...

ঘোমটা আমার নতুন পাতার

হঠাৎ...

ঘোমটা আমার নতুন পাতার

হঠাৎ দোলা পাবে কি তার?

গোপন কথা নেবে জেনে

এই নব ফাল্গুনের দিনে?

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে?

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

Mehr von Irene Sarkar

Alle sehenlogo

Das könnte dir gefallen