menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Oviman Korona

Jaima Noorhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛..huatong
Liedtext
Aufnahmen
তুমি অভিমান করোনা করোনা,করোনা

এইতো আমি কাছে এসেছি

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

তাকিয়ে দেখোনা আমি সেঁজেছি কেমন

শিশিরে ভেঁজা এক গোলাপ যেমন

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

একেছি কাজল চোঁখে,

আবির মেখেছি মুখে

দু,হাতে সোনার বালা,

গলেতে পরেছি মালা

ঠোঁট রাঙা করেছি বন্ধু এমন

লাল পদ্মো যেমন

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

তাকিয়ে দেখোনা আমি সেঁজেছি কেমন

শিশিরে ভেঁজা এক গোলাপ যেমন

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

মনেরি দুয়ার খোলা,

তুমি এসে দাও দোলা

যেওনা এমন করে,

আজ তুমি দুরে সরে

তোমারো পরশো লাগি উতলা এমন

নীল ভ্রমরা যেমন

তুমি অভিমান করোনা করোনা, করোনা

এইতো আমি কাছে এসেছি

Mehr von Jaima Noor

Alle sehenlogo

Das könnte dir gefallen