menu-iconlogo
huatong
huatong
avatar

গুরু ঘর বানাইলা কি দিয়া Guru Ghor Banaila

Jameshuatong
regina.infertility.shuatong
Liedtext
Aufnahmen
গুরু ঘর বানাইলা কি দিয়া

দরজা জানালা কিছু নাই

ক্যামনে তোমায় দেখতে পাই

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

দরজা জানালা কিচ্ছু নাই

ক্যামনে তোমায় দেখতে পাই

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

এই ঘরেতে আমি ছাড়া আর থাকেনা কেহ

পোকা মাকড় খাইয়া গেলো সুন্দর ওই দেহ

তোমার কাছে চাইরে পানা

কইরনা কইরনা মানা

কই গুরু কান্দিয়া কই গুরু কান্দিয়া

ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

দরজা জানালা কিচ্ছু নাই

ক্যামনে তোমায় দেখতে পাই

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

আমার রূহ আমার মাঝে নাইত এখন গুরু

করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু

রোজ কেয়ামত আসবে কবে

সাজার মেয়াদ শেষ কি হবে

মুক্তিরও স্বাদ নিয়া ,মুক্তিরও স্বাদ নিয়া

ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

দরজা জানালা কিচ্ছু নাই

ক্যামনে তোমায় দেখতে পাই

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

দরজা জানালা কিচ্ছু নাই

ক্যামনে তোমায় দেখতে পাই

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

গুরু ঘর বানাইলা কি দিয়া

Mehr von James

Alle sehenlogo

Das könnte dir gefallen