menu-iconlogo
huatong
huatong
jeet-ganguly--cover-image

এক মুঠো স্বপ্ন চেয়ে

Jeet Gangulyhuatong
chhoungrablhuatong
Liedtext
Aufnahmen
একমুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম

জীবন ছিল বড় বেরঙ, সুর হারিয়েছিলাম

আলোর দিশা হয়ে তুমি এলে

আমি বদলে গেলাম

কত রাত জাগা, কত দিন গোনা

সেই নতুন ভোরের আশায়

সুর সেধেছি, গান বেঁধেছি, আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

একমুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম

জীবন ছিল বড় বেরঙ, সুর হারিয়েছিলাম

জানি এ অসময়ে ঘিরেছে সংশয়ে

তবু আশায় বাঁচে প্রাণ হো হো হো

ইচ্ছেরা হতো যদি আজকে পাহাড়ি নদী

বন্ধু, তোমায় ভাসাতাম

কত রাত জাগা, কত দিন গোনা

সেই নতুন ভোরের আশায়

সুর সেধেছি, গান বেঁধেছি, আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

এমন করে নিজেকে কখনো বুঝিনি যে

ধরেছি বাজি তাই আবার হো হো হো হো

হারবো না আর কখনো, এ কথা সত্যি জেনো

তোমার কাছেই অঙ্গীকার

কত রাত জাগা, কত দিন গোনা

সেই নতুন ভোরের আশায়

সুর সেধেছি, গান বেঁধেছি, আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

আজ এলে তুমি তাই

একমুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম

জীবন ছিল বড় বেরঙ, সুর হারিয়েছিলাম

আলোর দিশা হয়ে তুমি এলে

আমি বদলে গেলাম

Mehr von Jeet Ganguly

Alle sehenlogo

Das könnte dir gefallen