menu-iconlogo
huatong
huatong
avatar

পড়লে মনে তোমাকে

Jeet Gangulyhuatong
mitaajithuatong
Liedtext
Aufnahmen
পড়লে মনে তোমাকে

আর কে আমাকে রাখে?

পাগলামি বলে থাকে লোকজনে।

তাও তো তোমাকে খুজি

অল্প আলোতে রোজই।

ইচ্ছে তোমার বুঝি কে জানে?

তাই জানিনা না জানি হয়ে অভিমানি

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

তাই জানিনা না জানি হয়ে অভিমানি

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

পড়লে মনে তোমাকে

আর কে আমাকে রাখে?

পাগলামি বলে থাকে লোকজনে।

এগিয়ে গিয়েও পিছিয়ে আছি

কেন পেরোতে চাইনা একা?

এই পথের নাম

পাবে নিজের দাম

তুমি একবারও দিলে দেখা।

এগিয়ে গিয়েও পিছিয়ে আছি

কেন পেরোতে চাইনা একা?

এই পথের নাম

পাবে নিজের দাম

তুমি একবারও দিলে দেখা।

তাই তো তোমাকে খুজি

অল্প আলোতে রোজই।

ইচ্ছে তোমার বুঝি

কে জানে?

তাই জানিনা না জানি হয়ে অভিমানি।

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

তাই জানিনা না জানি হয়ে অভিমানি।

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

এলে নিলচে মাস

আমি সাজাবো ঘাস

তুমি পা ফেলে আনবে বাহার।

এলে মেঘলা দিন

আমি খুব রঙ্গিন

হয়ে সামলাবো আকাশ তোমার।

এলে নিলচে মাস

আমি সাজাবো ঘাস

তুমি পা ফেলে আনবে বাহার।

এলে মেঘলা দিন

আমি খুব রঙ্গিন

হয়ে সামলাবো আকাশ তোমার।

তাই তো তোমাকে খুজি

অল্প আলোতে রোজই।

ইচ্ছে তোমার বুঝি

কে জানে?

তাই জানিনা না জানি হয়ে অভিমানি।

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

তাই জানিনা না জানি হয়ে অভিমানি।

হেরেছি জিতেছি কে কতো খানি ?

এভাবে স্বভাবে করেছি তোমায় আমার।

Thank you

Mehr von Jeet Ganguly

Alle sehenlogo

Das könnte dir gefallen

পড়লে মনে তোমাকে von Jeet Ganguly - Songtext & Covers