menu-iconlogo
huatong
huatong
avatar

Boro Eka Eka Lage Amar

Jeet Ganngulihuatong
nelsewherehuatong
Liedtext
Aufnahmen

Hridoy Sa

HOO.HO.HOO....HOO.HO.HOO

বড় একা একা লাগে আমার

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর..

বড় একা একা লাগে আমার

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর..

লাগে না ভালো আর..

আছে ভালোবাসা নেই অধিকার

আছে ভালোবাসা নেই অধিকার

লাগে না ভালো আর..

লাগে না ভালো আর..

HOO.HO.HOO....HOO.HO.HOO

Hridoy Sa

আলেয়ার পিছে ছুটে মিছে মিছে

বুঝি নি তো আলোর ভাষা

HOআজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা

আধারে খোজে মন আলোকে সারাক্ষন

মেলে না ওহহ মেলে না

করে তুমি তুমি মন যে আমার

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর

HOO.HO.HOO....HOO.HO.HOO

Hridoy Sa

চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে

হায় যদি একবার যেত গো জাননো

আমারও যে হৃদয় আছে

জীবনের একটি ভুল

ঝড়ালো কত ফুল...

জনি না... ওহো জানি না...

কাঁদে একা একা প্রাণ যে আমার

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর

HOO.HO.HOO....HOO.HO.HOO

Mehr von Jeet Gannguli

Alle sehenlogo

Das könnte dir gefallen