
dekhechi prothom bar
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
তুমি যে খুলে দিলে
বন্দ এ মনের দুয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
স্বপ্নে সাজাবো...
তোমায় মনে বসাবো
তুমি আমার না হলে
আমি প্রাণ যে হারাবো
স্বপ্নে সাজাবো...
তোমায় মনে বসাবো
তুমি আমার না হলে
আমি প্রাণ যে হারাবো
তুমি আমার আকাশে
তুমি আমার বাতাসে
তুমি যে প্রথম প্রেম
আমার জীবন কিনারে
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
আছে যা আমার
দেবো তোমায় উপহার
তুমি তাকে না দিলে
বলো কে আছে নেবার
আছে যা আমার
দেবো তোমায় উপহার
তুমি তাকে না দিলে
বলো কে আছে নেবার
তুমি মোর আসাতে
এ বুকের বাতাসে
তুমি যে অনুরা
তুমি সাধের কবিতা
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
তুমি যে খুলে দিলে
বন্দ এ মনের দুয়ার
কত দিন আশায় ছিলাম
তুমি যে হবে আমার
দেখেছি প্রথম বার
দু,চোখে প্রেমের জোয়ার
dekhechi prothom bar von Jeet Gannguli - Songtext & Covers