পৃথিবীর...যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয়...তোমাকে
আমি জনম জনম ধরে চেয়েছি
পৃথিবীর...যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
মনে হয়...তোমাকে
আমি জনম জনম ধরে চেয়েছি
sathemim90643
শুধু যে তোমারই সাথী হতে
আমি তো এসেছি এ জগতে
এ জগতে চোখ মেলে চাইবার
তুমি ছাড়া আজ কিছু নাই আর
তোমারই কাছে আমি রয়েছি
ও জীবনে মরনে সাথী হয়েছি
মনে হয়...তোমাকে
আমি জনম জনম ধরে চেয়েছি
পৃথিবীর...যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
জেনেছি তো এ জীবনে আমি
তুমি এই প্রাণের চেয়ে দামি
জীবনে তো ফুরাবে না আসা
মরণেও রবে ভালোবাসা
জীবনে মরনে সাথী হয়েছি
ও তোমারই কাছে, আমি রয়েছি
মনে হয়...তোমাকে
আমি জনম জনম ধরে চেয়েছি
পৃথিবীর...যত সুখ
আমি তোমারি ছোঁয়াতে খুঁজে পেয়েছি
লা লা লা....লা লা লা
লা লা লা লা লা লা
হে হে হে....আ হা হা
আহা হা হা হা হা হা
লা লা লা....লা লা লা
লা লা লা লা লা লা লা