menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Jodi Amar Hoiti Re

Jibon Sathihuatong
mouse0419huatong
Liedtext
Aufnahmen
তুই যদি আমার হইতিরে সুন্দরি

আমি হইতাম তর...

বুকেতে জড়াইয়া তরে

করিতাম আদর ও রে..

তুই যদি আমার হইতিরে সুন্দরি

তুই যদি আমার হইতিরে..

টাকা পয়সা জমিদারি...

সবি দিমু তরে..

সোনার ও পালংকে শুইয়া

সোনার ও পালংকে শুইয়া

থাকবি আমার ঘরে

তুই হবি মমতাজ আর

আমি শাহজাহান...

ফাকি দিয়া গেলে বন্ধু

ফাকি দিয়া গেলে বন্ধু

দিমু এই পরান ও রে...

তুই যদি আমার হইতিরে সুন্দরি

তুই যদি আমার হইতিরে..

রাখমু তরে সারা জনম

দুই চোখেতে ধরে...

দিমুনা দিমুনা তরে

দিমুনা দিমুনা তরে

ছাড়িয়া যাইতে...

ভালবাইসা আদর দিয়া

বসাইমু অন্তরে...

পিরিতেরি ঘর বান্দিয়া

পিরিতেরি ঘর বান্দিয়া

থাকমু জনম ভরে রে...

তুই যদি আমার হইতিরে সুন্দরি

তুই যদি আমার হইতিরে

তুই যদি আমার হইতিরে সুন্দরি

আমি হইতাম তর...

বুকেতে জড়াইয়া তরে

করিতাম আদর ও রে

তুই যদি আমার হইতিরে সুন্দরি

তুই যদি আমার হইতিরে।

Thanks

Mehr von Jibon Sathi

Alle sehenlogo

Das könnte dir gefallen