menu-iconlogo
huatong
huatong
avatar

মারলি বিষের ছুরি

Jisan Khan Shuvohuatong
sharonda_yhuatong
Liedtext
Aufnahmen
আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ।

বন্ধু,হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি ।।

মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ।

বন্ধু,হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি ।।

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি ।।

প্রেম অনলে সবই গেলো নাইরে কিছু বাকি।।

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি ।।

প্রেম অনলে সবই গেলো নাইরে কিছু বাকি।।

আমার মন..

আমার মনটা করে চুরি

বুকে মারলি প্রেমের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ।

ও ও এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুই তো এমন ছিলিনা রে এমন কানো হইলি

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুই তো এমন ছিলিনা রে এমন কানো হইলি

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

আমার মন...

আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ।

বন্ধু হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি ।।

ও ও..রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি ।।

খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি ।।

রাইতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্নলোকের রাত জাগা দেবি ।।

খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি ।।

আমার মন..

আমার মনটা করে চুরি বুকে

মারলি বিষের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি ।

বন্ধু,হ্রদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি ।।

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি ।।

প্রেমের অনলে সবই গেলো নাইরে কিছু বাকি।।

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি ।।

প্রেমের অনলে সবই গেলো নাইরে কিছু বাকি।।

আমার মন..

আমার মনটা করে চুরি

বুকে মারলি বিষের ছুরি ।

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি।

ধন্যবাদ

Mehr von Jisan Khan Shuvo

Alle sehenlogo

Das könnte dir gefallen

মারলি বিষের ছুরি von Jisan Khan Shuvo - Songtext & Covers