menu-iconlogo
huatong
huatong
joler-gaan-emon-jodi-hoto-cover-image

Emon jodi hoto

Joler Gaanhuatong
tamontamonhuatong
Liedtext
Aufnahmen
এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

.

পালাই বহুদূরে

ক্লান্ত ভবঘুরে

ফিরবো ঘরে কোথায় এমন ঘর

পালাই বহুদূরে

ক্লান্ত ভবঘুরে

ফিরবো ঘরে কোথায় এমন ঘর

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

.

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

পালাই বহুদূরে

ক্লান্ত ভবঘুরে

ফিরবো ঘরে কোথায় এমন ঘর

পালাই বহুদূরে

ক্লান্ত ভবঘুরে

ফিরবো ঘরে কোথায় এমন ঘর

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

.

.

হতাম যদি রঙ্গিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি

হতাম যদি রঙ্গিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি

দিনের আলো কাটে উড়ে উড়ে

তোমার আমার গানের সুরে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

এমন যদি হতো

আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ

.

Mehr von Joler Gaan

Alle sehenlogo

Das könnte dir gefallen