menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-ekla-ghore-mon-cover-image

Ekla Ghore Mon

Joy Bhattacharjeehuatong
sanicedohuatong
Liedtext
Aufnahmen
একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

বাইরে বৃষ্টি, মনে ঝড়ের পূর্বাভাস

আজকে রাতে তোর সাথে আমার সবর্নাশ

একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

বাইরে বৃষ্টি, মনে ঝড়ের পূর্বাভাস

আজকে রাতে তোর সাথে আমার সবর্নাশ

প্রথম বৃষ্টি ফোঁটা, প্রথম চুম্বন

বৃষ্টি ভেজা সেই প্রথম আলিঙ্গন

মন-চিলেকোঠায় ছটফটানি, দরজা বন্ধ কর

মন-চিলেকোঠায় ছটফটানি, দরজা বন্ধ কর

একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

বাইরে বৃষ্টি, মনে ঝড়ের পূর্বাভাস

আজকে রাতে তোর সাথে আমার সবর্নাশ

একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

আমার ছোট্ট ঘরের জলরঙ-ছবি

সূর্য, পাখি, চাঁদ, কুঁড়েঘর, নদী

শুধু তুলিরঙে আঁকাবাঁকি তোরই সে ছবি

শুধু তুলিরঙে আঁকাবাঁকি তোরই সে ছবি

একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

বাইরে বৃষ্টি, মনে ঝড়ের পূর্বাভাস

আজকে রাতে তোর সাথে আমার সবর্নাশ

একলা ঘরে মন আরও একলা হয় যখন

তোর উষ্ণ ছোঁয়াতে আমার জ্বর ভীষণ

Mehr von Joy Bhattacharjee

Alle sehenlogo

Das könnte dir gefallen