menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
আর না আর না, এখানে আর না,

আয় রে সকলে চলিয়া যাই।

ধনুক বাণ ফেলেছে রাজা,

এখানে কেমনে থাকব ভাই!

চল্ চল্ চল্ এখনি যাই।

তোর দশা, রাজা, ভালো তো নয়,

রক্তপাতে পাস রে ভয়,

লাজে মোরা মরে যাই।

পাখিটি মারিলে কাঁদিয়া খুন,

না জানি কে তোরে করিল গুণ,

হেন কভু দেখি নাই।

Mehr von Joy Bhattacharya/Avik Mukherjee

Alle sehenlogo

Das könnte dir gefallen