menu-iconlogo
huatong
huatong
avatar

AKASH CHARAI EI NEEL(JUST FEEL)

JUST FEELhuatong
💚💜💖KOUSIK🤎💙SARKAR💚🤎💜huatong
Liedtext
Aufnahmen
আকাশ ছড়া এই নীল

সাজায় আলোর দিন

এ আকাশ ছড়া এই নীল

সাজায় আলোর দিন

বাগানে ফোটা এ ফুল

নদী ভাসায় দু কূল

আমি চাই যে তোমাকে জড়াতে

ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে

এ আকাশ ছড়া এই নীল

সাজায় আলোর দিন

বাগান ফোটা ফুল

নদী ভাসায় দু কূল

সুন্দর পৃথিবীতে মায়াবী দুটি চোখে

যদি সুন্দর লাগে তোমাকে

তবে আমার কি দোষ তাতে

ও সুন্দর পৃথিবীতে মায়াবী দুটি চোখে

যদি সুন্দর লাগে তোমাকে

তবে আমার কি দোষ তাতে

আমি চাই যে তোমাকে জড়াতে

ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে

আকাশ ছড়া এ নীল

সাজায় আলোর দিন

বাগান ফোটা ফুল

নদী ভাসায় দু কূল

সুন্দর ঝরনাধারায় সাঁঝ আকাশ দিগন্তে হারায়

যদি চাঁদ ওঠে তোমায় দেখে

বলো নীলিমার দোষ কি তাতে

ও সুন্দর ঝর্ণাধারায় সাঁঝ আকাশ দিগন্তে হারায়

যদি চাঁদ উঠে তোমায় দেখে

বলো নীলিমার দোষ কি তাতে

আমি চাই যে তোমাকে জড়াতে

ভালোবাসার অনুরাগের ছোঁয়াতে

এই আকাশ ছড়া এ নীল

সাজায় আলোর দিন

বাগান ফোটা ফুল

নদী ভাসায় দু কূল

Mehr von JUST FEEL

Alle sehenlogo

Das könnte dir gefallen