menu-iconlogo
huatong
huatong
avatar

Harano Padak (Bangla Band Fossils)

Just Remohuatong
Remox00x00x00x00x00x00x00x00_star594huatong
Liedtext
Aufnahmen
মাঝরাতে লাইব্রেরীতে,

তারই অপেক্ষায় বসে

ভাবছি কতক্ষনে সে আসবে আমার নিদ্রাহীনতার দেশে

সঙ্গীনী অশরীরি

কখনো এতটা করেনা দেরি

সে চুরি করে হৃদয়,

হৃদয়ে বন্দীনী

সে এক অভিশপ্ত জাদুকরী

কখনো জীবীত তাকে ভালোবাসিনি

আমি অদৃশ্য দেহের পরেছি প্রেমে

রাতে তার উপস্থিতির অনুভূতি

চুরির রিনিঝিনি দিনে তৈলচিত্র

বাধানো ফ্রেমে

মণিহারা সুন্দরী দোহাই দোহাই

হয়ে সাতনোহলা হার

চাই ছুতে হৃদয়ের খোয়ায়

এ বস্তুবাদের আবাদে

তোমার পূণর্জন্ম হোক

পরে মৃত্যুপুরিতে

তোমার হারানো পদক

...Music....

একা এ প্রাসাদে আমি

যে প্রাসাদ আমার থেকেও দামী

কাউন্ট ড্রাকুলার মত ব্যাকুল আসামী জেলখানা খা খা শূন্যস্থান

তার আগমনী ধ্বনিতে

প্লাবন ওঠে আমার শোণিতে

সে বোধ হয় জন্ম নেয়

আমার ভূতযোনিতে

সে আমার ক্ষুধিত পাষাণ

আত্মাকে পিছু ফিরতে মানা করিনি

কোন তীর্থে দেয়া হয়নি পিণ্ড দান

কবরে চিতাতে তার দেহ আমি নষ্ট করিনি তার অঙ্গ প্রত্যঙ্গে সাজিয়েছি মাকান

দেহ হারা সুন্দরী, দোহায় দোহায়

করুক অবাধ্য বুলেট

বিদ্ধ এ হৃদয়ের খোয়ায়

এ বস্তুবাদের আবাদে

তোমার পুনর্জন্ম হোক

পরে মৃত্যুপুরীতে তোমার হারানো পদক মণিহারা সুন্দরী দোহাই দোহাই

হয়ে সাতনোহলা হার

চাই ছুতে হৃদয়ের খোয়ায়

এ বস্তুবাদের আবাদে

তোমার পূণর্জন্ম হোক

পরে মৃত্যুপুরিতে তোমার হারানো পদক।

Mehr von Just Remo

Alle sehenlogo

Das könnte dir gefallen