অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
Arranged by Shydur Rahman
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে বন্ধু এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালবাসা
তোমারে না পাইলে বন্ধু এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা
অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও
মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
Arranged by Shydur Rahman
পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে
(বন্ধু)এতো ব্যাথা দিলে.
পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে
(বন্ধু)এতো ব্যাথা দিলে.
জিন্দা থাকতে না ডাকিলে ও
জিন্দা থাকতে না ডাকিলে ও
মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
Arranged by Shydur Rahman
মাহবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
(দয়াল) সংসারেতে জ্বালা
মাহবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
(দয়াল) সংসারেতে জ্বালা
দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা
তাগো বুকেই রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না---------
ভালা লইয়াই থাইকো-------
Arranged by Shydur Rahman