menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

তোমার আছে পদ্মা-মেঘনা

তোমার আছে কর্ণফুলী-যমুনা

হাসন, লালন, ভাটিয়ালি

বাউল গানে পাবে রক্তের ঠিকানা

তোমার আছে সবুজের মাঝে লাল

তোমার আছে অনন্ত আকাশ

সুকান্ত, নজরুল, জীবনানন্দে

তুমি পাবেই পাবে হৃদয়ে বিশ্বাস

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

অনেক আশা তোমার, অনেক কল্পনা

হৃদয় উজাড় করে, বন্ধু, তোলো সুরের মূর্ছনা

গলা ছেড়ে গাও, বন্ধু

হৃদয় থেকে তুলে এক নদী আনো অনুভব

দ্বিধা-সংশয় মুছে করো

অসম্ভবকে সম্ভব

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে

বুকে সাহস রেখে, বন্ধু, আগাও

অবাক বাংলাকে দেখিয়ে দাও

তুমি পারো, তুমি পারো

বাঁধার দেয়াল তুমি ভাঙতে পারো

মন খুলে গাও, বন্ধু

স্বপ্নে স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস

জানি তুমি পৌঁছে যাবে

বিজয়ে আছে বিশ্বাস

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে

হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে

Mehr von Kanak Chapa/Ayub Bachchu/Partha Barua/Bappa Mazumder

Alle sehenlogo

Das könnte dir gefallen