menu-iconlogo
huatong
huatong
kanak-chapa--cover-image

আমি যে তোমার প্রেমে পড়েছি

Kanak Chapahuatong
softbalchick132003huatong
Liedtext
Aufnahmen
আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরই ভাষা

তোমারি বুকে আমারি ভাষা

আমি যে তোমার কাছে এসেছি

প্রিয় থেকে প্রিয়তম হয়েছি

এই তো আমার ছিল মনেরি আশা

পেয়েছি তোমার ভালোবাসা

শত্রু ছিলে..বন্ধু হলে

আগুন পানির..মিলন হলো

ফাগুন এলো..বর্ষা কালে

কোকিল যেন..ডেকে গেলো

স্বপ্ন যেন..সত্যি হলো

মেঘের ফাকে..চাঁদ হাসিলো

গুনগুনিয়ে..গান শুনিয়ে

ফুলের কাছে..ভ্রমর এলো

আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরই ভাষা

তোমারি বুকে আমারি ভাষা

পাগল করার..মুখের হাসি

দিবানিশি..যেন দেখি

যুগে যুগে..এমনি করে

পাশাপাশি..যেন থাকি

হৃদয় দিলাম..জীবন দিলাম

আর কি আছে..বলো চাওয়া

তুমি শুধু..আমার হলে

এইতো আমার..বড় পাওয়া

আমি যে তোমার কাছে এসেছি

প্রিয় থেকে প্রিয়তম হয়েছি

এই তো আমার ছিল মনেরি আশা

পেয়েছি তোমার ভালোবাসা

আমি যে তোমার প্রেমে পড়েছি

মরেছি আমি একি করেছি

নাওনা বুঝে নাও চোখেরই ভাষা

তোমারি বুকে আমারি ভাষা

..ধন্যবাদ..

Mehr von Kanak Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen