menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার এমনই একজন

Kanak Chapahuatong
isabella#1huatong
Liedtext
Aufnahmen
তুমি আমার এমনই একজন

যারে..একজনমে ভালবেসে

ভরবে না এ মন

এক জনমের ভালবাসা

এক জনমের কাছে আসা

এক জনমের ভালবাসা

এক জনমের কাছে আসা

একটি চোখের পলক পরতে

লাগে যতক্ষন

তুমি আমার এমনই একজন

যারে একজনমে ভালবেসে

ভরবে না এ মন

ভালবাসার সাগর তুমি

ভালবাসার সাগর তুমি

বুকে অথৈ জল

তবু পিপাসাতে আঁখি....

তবু পিপাসাতে আঁখি

হয়রে ছল ছল

হয়রে ছল ছল

তোমার..মিলনে বুঝি গো জীবন

বিরহে মরণ

বিরহে মরণ

তুমি আমার এমনই একজন

যারে একজনমে ভালবেসে

ভরবে না এ মন

প্রাণের প্রদীপ হয়ে তুমি...

প্রাণের প্রদীপ হয়ে তুমি

জ্বলছো নিশিদিন

কোন মোহরে শোধ হবে গো...

কোন মোহরে শোধ হবে গো

এত বড় ঋণ

এত বড় ঋণ

আমার ভালবাসার ফুলে তোমার

ভরাব চরণ

ভরাব চরণ

তুমি আমার এমনই একজন

যারে..একজনমে ভালবেসে

ভরবে না এ মন

এক জনমের ভালবাসা

এক জনমের কাছে আসা

এক জনমের ভালবাসা

এক জনমের কাছে আসা

একটি চোখের পলক পরতে

লাগে যতক্ষন

তুমি আমার এমনই একজন

যারে একজনমে ভালবেসে

ভরবে না এ মন

Mehr von Kanak Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen