menu-iconlogo
huatong
huatong
avatar

বেদের মেয়ে জোছনা আমায়

Kanak Chapahuatong
⚜️⃟💚𝗠𝗼𝘇i𝗯⚜️⃟💚💠🆉🅼🅻💠huatong
Liedtext
Aufnahmen
গানঃ বেদের মেয়ে জোছনা আমায়

শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রো কিশোর

সিনেমাঃ বেদের মেয়ে জোসনা

ছেলেঃ বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা

তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা

বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ

তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন।

বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।

মেয়েঃ আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি

আমি যখন রানতে বসি বন্ধু বাজাও বাঁশি

রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি

দাদারে দাদীরে আমি কি দিয়ে বোঝাই

কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই।

ছেলেঃ অরে বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে।

মেয়েঃ কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া

ছেলেঃ এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া

মেয়েঃ কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া

ছেলেঃ এসব কথা রেখে তুমি আমায় কর বিয়া

ছেলে/মেয়েঃ আরে চল চল চল বন্ধু ঘরে ফিরে যাই

দাদা আর দাদীরে গিয়া নিরালায় বোঝাই

ছেলেঃ হেই বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে

আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে

Mehr von Kanak Chapa

Alle sehenlogo

Das könnte dir gefallen