তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
এই দুনিয়া'ই, তুমি ছাড়া, বোঝেনা কিছু মন..
তুমি এমন'ই আপনজন
তুমি এমন'ই আপনজন
তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
সারাটি জীবন, থেক তুমি, আমার'ই বুকের মাঝে
পাই যেনো গো,তোমাকে কাছে,সকাল দুপুর সাঁঝে
সারাটি জীবন, থেক তুমি, আমার'ই বুকের মাঝে
পাই যেনো গো,তোমাকে কাছে,সকাল দুপুর সাঁঝে
ছায়ার মতন, পাশে তুমি, থেকো গো সারাক্ষন..
তুমি এমন'ই আপনজন
তুমি এমন'ই আপনজন
তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
তোমার অন্তরে, বন্ধু আমি,আমার অন্তরে তুমি
তুমি ছাড়া, জীবন আমার, ধুধু মরুভূমী
তোমার অন্তরে, বন্ধু আমি,আমার অন্তরে তুমি
তুমি ছাড়া, জীবন আমার, ধুধু মরুভূমী
তোমার'ই প্রেম, ভালবাসা, জীবনে প্রয়োজন..
তুমি এমন'ই আপনজন
তুমি এমন'ই আপনজন
তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
তুমি আমার শুধু আমার'ই
আমি তোমার শুধু তোমার'ই
এই দুনিয়া'ই, তুমি ছাড়া, বোঝেনা কিছু মন..
তুমি এমন'ই আপনজন
তুমি এমন'ই আপনজন