menu-iconlogo
huatong
huatong
avatar

Ronger Duniya

Kayahuatong
mjones927huatong
Liedtext
Aufnahmen

রঙ্গের দুনিয়া তোরর চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

দিবা নিশি ভাবি যারে

দিবা নিশি ভাবি যারে

তারে যদি পাই না

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

'

বন্ধুর প্রেমে পাগলিনী

শান্তি নাই দিন রজনী

বন্ধুর প্রেমে পাগলিনী

শান্তি নাই দিন রজনী

কুলহারা কলঙ্কিনী

কুলহারা কলঙ্কিনী

কারও কাছে যাই না

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

প্রাণ বন্ধের সঙ্গ নিলাম

ভালোবেসে মনও দিলাম

প্রাণ বন্ধের সঙ্গ নিলাম

ভালোবেসে মনও দিলাম

আগে যাহা ভেবেছিলাম

আগে যাহা ভেবেছিলাম

এখন ভাবি তাই না

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

আসি বলে গেলো চলে

ভাসি সদাই নয়ন জলে

আসি বলে গেলো চলে

ভাসি সদাই নয়ন জলে

বাউল আব্দুল করিম বলে

বাউল আব্দুল করিম বলে

রঙ্গের গান আর গাই না

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

দিবা নিশি ভাবি যারে

দিবা নিশি ভাবি যারে

তারে যদি পাই না

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা চাইনা

রঙ্গের দুনিয়া তোরে চাইনা

Mehr von Kaya

Alle sehenlogo

Das könnte dir gefallen