menu-iconlogo
huatong
huatong
avatar

Eto Kache

Kazi Shuvo/PUJAhuatong
ohnojohnhuatong
Liedtext
Aufnahmen
এত কাছে আছো তুমি, তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি ছুঁয়ে দাও এ হৃদয়

এত কাছে আছো তুমি, তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি ছুঁয়ে দাও এ হৃদয়

আজ এই দিনটা হোক দু′জনার

ভালোবাসাতে আরো মধুময়

ভালোবাসাতে আরো মধুময়

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাবো হাওয়া

ও, চুপিসারে করবো পূরণ মনের যত চাওয়া

ছুঁয়ে ছুঁয়ে হাতটা তোমার হয়ে যাবো হাওয়া

ও, চুপিসারে করবো পূরণ মনের যত চাওয়া

অনুভবে হারিয়ে যাওয়ার

এই তো সময়, এই তো সময়

এই তো সময়, এই তো সময়

চেয়ে চেয়ে তোমার পানে খুঁজবো প্রেমেরই মানে

ও, ভালোবাসার অথৈ জলে ভিজবো যে গোপনে

চেয়ে চেয়ে তোমার পানে খুঁজবো প্রেমেরই মানে

ও, ভালোবাসার অথৈ জলে ভিজবো যে গোপনে

অনুভবে হারিয়ে যাওয়ার

এই তো সময়, এই তো সময়

এই তো সময়, এই তো সময়

এত কাছে আছো তুমি, তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি ছুঁয়ে দাও এ হৃদয়

এত কাছে আছো তুমি, তবু দূরে মনে হয়

আরো কাছে এসে তুমি ছুঁয়ে দাও এ হৃদয়

আজ এই দিনটা হোক দু'জনার

ভালোবাসাতে আরো মধুময়

ভালোবাসাতে আরো মধুময়

Mehr von Kazi Shuvo/PUJA

Alle sehenlogo

Das könnte dir gefallen