menu-iconlogo
huatong
huatong
avatar

জলের ঘাটে দেইখা আইলাম

Kazi Shuvohuatong
montrell95843huatong
Liedtext
Aufnahmen

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

আয় গো ললিতা সখি

আবার জলে ঘুইরা আয়

আয় গো ললিতা সখি

আবার জলে ঘুইরা আয়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

..........

হাতে বাঁশি মুখে হাসি

বাঁশি বাজায় শ্যামোরায়

হাতে বাঁশি মুখে হাসি

বাঁশি বাজায় শ্যামোরায়

চান বদনে বাজায় বাঁশি

মধুর ও সুর শুনা যায়

চান বদনে বাজায় বাঁশি

মধুর ও সুর শুনা যায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

...........

..........

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

পাইতাম যদি শ্যামের নাগাল

রাখতাম হৃদয় পিঞ্জিরায়

পাইতাম যদি শ্যামের নাগাল

রাখতাম হৃদয় পিঞ্জিরায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

জলের ঘাটে

আরে জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে...

Mehr von Kazi Shuvo

Alle sehenlogo

Das könnte dir gefallen