menu-iconlogo
huatong
huatong
avatar

Amare ashibar kotha koiya

Kazi Shuvohuatong
payinggood1212huatong
Liedtext
Aufnahmen
আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

আমার কথা নাই তোর মনে,

প্রেম করছো আয়ানের সনে,

শুয়াই আছো নিজ পতি লইয়া।

আমি, আর কতকাল থাকবো রাধে গো...

আমি, আর কতকাল থাকবো রাধে গো...

দুয়ারে দাঁড়াইয়া...?

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

দেখার যদি ইচ্ছা থাকে,

আইসো রাই যমুনার ঘাটে,

কাল সকালে কলসি কাঁখে লইয়া।

আমি জলের ছায়ায় লুফে নিবো গো...

আমি জলের ছায়ায় লুফে নিবো গো...

কদম ডালে বইয়া...

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

নারী জাতির কঠিন রীতি,

বুঝেনা পুরুষের মতি,

সবাই থাকে নিজেরে লইয়া।

তুমি করছ নারী রূপের বড়াই গো...

তুমি করছ নারী রূপের বড়াই গো...

রাঁধা ভ্রমণে যায় কইয়া...

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

Mehr von Kazi Shuvo

Alle sehenlogo

Das könnte dir gefallen