menu-iconlogo
logo

মাঝি বাইয়া যাওরে Orginal

logo
Liedtext
শিল্পী: কিরণ চন্দ্র রায়

মাঝি বাইয়া যাও রে...

অকূল দরিয়ার মাযে

আমার ভাঙ্গা নাও রে মাঝি

বাইয়া যাও রে

মাঝি বাইয়া যাও রে...

অকূল দরিয়ার মাযে

আমার ভাঙ্গা নাও রে মাঝি

বাইয়া যাও রে

ভেন্না কাষ্টের নৌকা খানি

মাজখানে তার চৈইয়া

ভেন্না কাষ্টের নৌকা খানি

মাজখানে তার চৈইয়া

নাওয়ের আগায় থাইকা পাচায় গেলে

আগা থাইকা পাচায় গেলে

কলই যাবে কইয়ারে মাঝি

বাইয়া যাও রে

মাঝি বাইয়া যাও রে

অকূল দরিয়ার মাযে

আমার ভাঙ্গা নাও রে মাঝি

বাইয়া যাও রে

বিদ্দা শিক্ষা না করিয়া

আগে করছো বিয়া....

বিদ্দা শিক্ষা না করিয়া

আগে করছো বিয়া..

ও তুই বিনা খাতে গুলাম হইলি

বিনা খাতে গুলাম হইলি

গাইতের কড়ি দিয়া রে মাঝি

বাইয়া যাও রে

মাঝি বাইয়া যাও রে...

অকূল দরিয়ার মাযে

আমার ভাঙ্গা নাও রে মাঝি

বাইয়া যাও রে

বিদেশে বিপাকে যাহার

ব্যাটা মারা যায়...

বিদেশে বিপাকে যাহার

ব্যাটা মারা যায়

পাড়া পরশি না জানিলে

পাড়া পরশি না জানিলে

জানে তাহার মায় ও রে মাঝি

বাইয়া যাও রে

মাঝি বাইয়া যাও রে

অকূল দরিয়ার মাযে

আমার ভাঙ্গা নাও রে মাঝি

বাইয়া যাও রে

ধন্যবাদ সবাইকে

মাঝি বাইয়া যাওরে Orginal von Khalid Hasan Millu - Songtext & Covers